মার্কিন ও চীনের আলোচনায় অগ্রগতি,হ্রাস পেল স্বর্ণের দাম

মার্কিন-চীন বাণিজ্য আলোচনার অগ্রগতির ফলে স্বর্ণের চাহিদা কমেছে। বর্তমানে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারেরও কম দামে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার স্বর্ণের বারের দাম ৩ হাজার ৯৭৩ ডলারের কাছাকাছি ছিল, আগে ৩.২ শতাংশ হ্রাস পাওয়ার পর।

ওয়াশিংটন এবং বেইজিংয়ের আলোচকরা বলেছেন, তারা শুল্ক এবং রপ্তানি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে চুক্তিতে পৌঁছেছেন।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামার সঙ্গে বিনিময় হার নিয়ে আলোচনা করার পর সোনার দামে নমনীয়তা এসেছে। তবে মার্কিন ডলারের দাম কিছুটা কমেছে। গত সোমবার প্রতি আউন্সে ৪ হাজার ৩৮০ ডলারের ওপরে থাকা সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এই বছরও স্বর্ণের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।
কারণ কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং এমন বিনিয়োগ।

বিনিয়োগকারীরা বাজেট ঘাটতি থেকে নিজেদের রক্ষা করতে সার্বভৌম ঋণ ও মুদ্রা এড়িয়ে চলেন। এটি খুচরা বিনিয়োগকারীদের জন্যও আকর্ষণীয়। পেপারস্টোন গ্রুপ লিমিটেডের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন এক নোটে বলেন, ‘যদিও সোনার দাম ক্রমাগত নিম্নমুখী হচ্ছে এবং পতনের দিনগুলো ফিউচার ভলিউম ঊর্ধ্বমুখী রয়েছে, তবুও দাম তলানিতে বলা কঠিন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বাজার কৌশলবিদ জন রিড বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা আগের মতো শক্তিশালী নয় এবং পেশাদার ডিলাররা দাম আরো কমলে ক্রয়ের সুযোগ নিতে পারেন।’ তবুও এই পতন কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য স্বর্ণ ক্রয় বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। জাপানে এলবিএমএ সমাবেশের একজন কর্মকর্তার মতে, দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক শেষবার এক দশকেরও বেশি সময় আগে সোনা কিনেছিল, তারা মাঝারি থেকে দীর্ঘমেয়াদে অতিরিক্ত ক্রয়ের কথা বিবেচনা করছে।

সোমবার সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের বিশ্লেষক ম্যাক্স লেটনসহ বিশ্লেষকরা বলেছেন, চীনের সঙ্গে চুক্তি করার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব, সোনার দামের গতিতে পরিবর্তন এবং মার্কিন সরকারের শাটডাউনের সম্ভাব্য অবসানের পাশাপাশি আগামী সাপ্তাহগুলোতে স্বর্ণের দাম নিম্নমুখী হবে। তারা আগামী তিন মাসে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ৮০০ ডলারে নেমে আসার আশঙ্কা করছে।

সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর ১ টা ১৯ মিনিটে স্পট সোনার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭২.৬৯ ডলারে দাঁড়িয়েছে। ব্লুমবার্গ ডলার সূচক ০.২ শতাংশ কমেছে।
সোমবার ৩.৭ শতাংশ কমে যাওয়ার পর, রূপার দাম আবারও কমেছে। প্ল্যাটিনামের দাম কমেছে, অন্যদিকে প্যালাডিয়ামের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা বুধবার শেষ হওয়া দুই দিনের নীতিগত বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে আনবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। কম সুদের হার সাধারণত সোনার জন্য সুবিধাজনক, কারণ সোনা সুদ দেয় না।

এদিকে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আগামী মে মাসে পদত্যাগ করতে যাচ্ছেন, তার স্থলাভিষিক্ত হতে পাঁচজন চূড়ান্ত প্রার্থীর তালিকাও বাজার বিবেচনা করছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিশ্চিত করেছেন, প্রার্থীদের মধ্যে রয়েছেন ফেড বোর্ডের বর্তমান সদস্য ক্রিস্টোফার ওয়ালার এবং মিশেল বোম্যান, প্রাক্তন ফেড গভর্নর কেভিন ওয়ার্শ, হোয়াইট হাউস জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট এবং ব্ল্যাকরক ইনকর্পোরেটেডের নির্বাহী রিক রিডার।

সূত্র : ব্লুমবার্গ, আল-অ্যারাবিয়া

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আফ্রিকার প্রথম নোবেল জয়ী সোয়িংকার ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের Oct 29, 2025
img
সচিবদের সঙ্গে ইসির সভা বৃহস্পতিবার Oct 29, 2025
img
পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার রিজওয়ানের Oct 29, 2025
img
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল Oct 29, 2025
img
ঋণের শর্ত যাচাইয়ে ঢাকায় আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ Oct 29, 2025
img
এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব: ডা. তাহের Oct 29, 2025
img
গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসটাই নেই : নিলোফার মনি Oct 29, 2025
img
নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ সবার আগে হতে হবে: তাহের Oct 29, 2025
img
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ Oct 29, 2025
img
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী Oct 29, 2025
img
ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরছেন বাভুমা Oct 29, 2025
img
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা ভেনেজুয়েলার Oct 29, 2025
img
মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ Oct 29, 2025
img
বিজিএমইএ সভাপতির আকস্মিক সরকারবিরোধী অবস্থানে বিস্ময়ের কিছু নেই : উপ-প্রেস সচিব Oct 29, 2025
img

জকসু নির্বাচন

পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন Oct 29, 2025
img
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস Oct 29, 2025
img
আমাকে কেন দোষারোপ করা হচ্ছে, আমিও বিচার চাই: শাবনূর Oct 29, 2025
img
পরিচালকদের বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত থাকা নিয়ে কঠোর বিসিবি Oct 29, 2025
img
'জেলা চাই, মামলা নয়'- শ্লোগানে ভৈরববাসীর মশাল মিছিল Oct 29, 2025
img
এবার ট্রাম্পের আগমন ঘিরে দ. কোরিয়ায় বিক্ষোভ Oct 29, 2025