‘ঘোস্ট পোস্ট’ নামে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন চাইলে অস্থায়ীভাবে নিজেদের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন। যেগুলো একদিন পর স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে।
থ্রেডসের মতে, এই ‘ঘোস্ট পোস্ট’ ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে “নির্ভয়ে ভাব প্রকাশের সংস্কৃতি” গড়ে তোলা। অনেকেই সামাজিক মাধ্যমে স্থায়ী পোস্ট দিতে সংকোচ বোধ করেন- এই ফিচার তাদের জন্যই স্বস্তির জায়গা তৈরি করবে।
যে কেউ চাইলে নতুন পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করে ঘোস্ট পোস্ট তৈরি করতে পারবেন। ২৪ ঘণ্টা পর পোস্টটি অদৃশ্য হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী পোস্টটিতে লাইক বা রিপ্লাই দেবেন সেই তথ্য কেবল পোস্টদাতা নিজেই দেখতে পাবেন।
থ্রেডস জানিয়েছে, ঘোস্ট পোস্টের রিপ্লাইগুলো মেসেজ ইনবক্সে পাঠানো হবে। যাতে ব্যবহারকারী নিজের মতো করে কথোপকথন চালাতে পারেন।
সম্প্রতি থ্রেডস ১০ হাজার অক্ষরের টেক্সট অ্যাটাচমেন্ট যুক্ত করেছে। যেখানে ব্যবহারকারীরা দীর্ঘ লেখালেখি, বিশ্লেষণ বা নিবন্ধের অংশ প্রকাশ করতে পারেন। এছাড়া ‘স্পয়লার হাইড’ ফিচারের মাধ্যমে পোস্টে থাকা মিডিয়া বা টেক্সট আড়াল রাখার সুবিধাও যোগ করা হয়েছে।
মেটা জানায়, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় ও কথোপকথনমুখী করতে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।
পিএ/এসএন