আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য: প্রেসসচিব

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবেন। তবে আমরা এ বিষয়ে আগে তার ইন্টারভিউটা পড়ি, তারপর মন্তব্য করতে পারব।’

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ এবং বিদেশি গণমাধ্যমে তার সাক্ষাৎকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
প্রেসসচিব বলেন, ‘একটা বিষয়ে আমরা বারবার বলছি এটা জাতিসংঘের রিপোর্টেও প্রমাণিত যে, এই একাবিংশ শতাব্দীতে উনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘন, এ রকম ভয়ানকভাবে কেউ করেননি। এটা আমরা বারবার বলছি এবং এটা জাতিসংঘের রিপোর্টেও স্পষ্টভাবে এসেছে। পরবর্তীকালে আলজাজিরা তাদের এক ঘণ্টার একটা প্রোগ্রাম করেছে, সেখানে দেখা গেছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। যারা উনাকে ইন্টারভিউ করছেন, আমরা মনে করি, অবশ্যই এই কনটেক্সট (পটভূমি) যেন কেউ ভুলে না যান।

আমরা এটা দেখছি, উনি যেই দাবিগুলো করেন, সেটা যেন আনকনটেক্সট না থাকে। গতকাল (মঙ্গলবার) একটা স্থানীয় মিডিয়ায় দেখলাম, আন্তর্জাতিক আদালতে তার দল একটা… সেখানে তিনি যে ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার কোনো উল্লেখ আমরা সেখানে দেখি নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক।’ অন্য এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা ইন্টারভিউ এখনো দেখি নাই।

কিন্তু আওয়ামী লীগ তো কোথাও নাই। আমরা তো আওয়ামী লীগকে দেখি না। দু-একটা ঝটিকা মিছিল করে, সেই অনুযায়ী কেউ দু-একটা ডলার পায়।’ প্রেসসচিব বলেন, ‘আওয়ামী লীগ দাবি করছে, ৪০০ জন মারা গেছে। অভিযোগ যারা জমা দিয়েছে, আমাদের টাকা চুরি করেছে, সেই টাকা দিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি ল ফার্মকে নিয়োগ করে, এই ধরনের কাজ তারা করছে।
আমাদের দেশের চুরির টাকায় এই কাজটি করেছে, এটাকেও আবার কেউ কেউ প্রমোট করছেন।’

অপর এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে।’ এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘দেশে বসে অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, আমরা এটা স্পষ্ট দেখছি। প্রধান উপদেষ্টা সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। কেননা, পতিত স্বৈরাচার এবং তার দোসররা অবশ্যই চাইবে না যে, দেশে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক।

তাদের সেই ১৫ বছরে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি। এটা শুধু সাধারণ নির্বাচন না, ওই সময় ১০-১৫ হাজার তৃণমূল পর্যায়েও তো নির্বাচন হয়েছে। একটা নির্বাচনও সুষ্ঠু হয়নি। সুতরাং তারা চাইবে না, আরেকটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ, তারা চায় দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করতে। প্রধান উপদেষ্টা বলেছেন, লক্ষ্য একটাই দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করা।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাণিজ্য বাড়াতে পাকিস্তান-সৌদি আরবের যৌথ অর্থনৈতিক প্রকল্পের সূচনা Oct 30, 2025
img
ঘাড়ে বলের আঘাতে হাসপাতালে ১৭ বছর বয়সী ক্রিকেটার Oct 30, 2025
img
চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষ, আহত ১০ Oct 30, 2025
img
অভিনেতা হওয়ার জন্য বাড়ি ছেড়েছিলেন আয়ুষ্মান Oct 30, 2025
img

তারেক রহমান

ক্ষমতায় এলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি Oct 30, 2025
img
জাবি ছাত্রকে মারধর, ৭ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা Oct 30, 2025
img
ট্রাম্প-জিনপিং বৈঠকে খনিজ চুক্তি, চীনা পণ্যে মার্কিন শুল্ক কমলো ১০ শতাংশ Oct 30, 2025
img
আজ ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল Oct 30, 2025
img
দুই দশক ধরে টলিউডে কোয়েল, সাফল্যের পেছনে দর্শকের ভালোবাসা Oct 30, 2025
img
খাগড়াছড়িতে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী Oct 30, 2025
img
এবার সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা Oct 30, 2025
img

অ্যাসাইকুডা জালিয়াতি

ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী Oct 30, 2025
img
৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে অভিনেত্রী কোয়েলের মন্তব্য Oct 30, 2025
img
‘ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন’ Oct 30, 2025
img
সত্যিই কী প্রেমের সম্পর্কে আছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি? Oct 30, 2025
img
অ্যানফিল্ডেই লিভারপুলকে ৩-০ হারাল ক্রিস্টাল প্যালেস Oct 30, 2025
img
শাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভিসির Oct 30, 2025
img
দীপিকার মেয়ের মতো লেহেঙ্গা ভারতী কাকে পরাতে চান! Oct 30, 2025
img
যুক্তরাজ্যে ক্রেন দিয়ে পুরো এটিএম তুলে নিয়ে গেল চোরদল Oct 30, 2025
img
আমার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সত্যিই সম্মানের : ট্রাম্প Oct 30, 2025