কাশ্মীরে অভিযানে ভারতের বিশেষ বাহিনী

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর উপত্যকায় এবার আরো ব্যাপক আকারে অভিযান শুরু করতে যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এজন্য সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করেছে দেশটির সরকার।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, যৌথ অভিযান পরিচালনা করতে ইতিমধ্যে উপত্যকাটিতে সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নেভির মেরিন কম্যান্ডোস এবং এয়ার ফোর্সের গৌড় বাহিনীকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এ তিনটি বাহিনীর সমন্বয়ে সম্প্রতি গঠন করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। এ ডিভিশনকে প্রথমবার কাশ্মীরে নিয়োগ করা হলো।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শ্রীনগরের কাছে বিশেষ কিছু এলাকায় এরই মধ্যে তিন বাহিনীর স্পেশাল ফোর্স কাজ শুরু করেছে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই থমথমে অবস্থা গোটা জম্মু-কাশ্মীর উপত্যকার। রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় ভারত, যা কয়েকদিন আগে থেকে বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: