বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিব আল হাসানের নাম বা ছবি সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা পরিষ্কার করেছেন বিসিবির পরিচালক নাজমূল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ‘আমরা জানি সাকিবের অবস্থা কী। অনেকেই তাকে খেলোয়াড় হিসেবে ভালোবাসে। সাকিবের জনপ্রিয়তা খেলাধুলার সীমানা ছাড়িয়ে গেছে। ফলে যে কেউ তার ছবি নিয়ে মাঠে আসতেই পারে।’
এর আগে চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢোকার সময় দর্শকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, স্টেডিয়াম গেটে সমর্থকদের ব্যানার কেড়ে নেওয়া হয় এবং কিছু দর্শককে শারীরিকভাবে লাঞ্ছনাও করা হয়।
এ নিয়ে ব্যাপক সমালোচনার পর বিসিবি কর্তৃপক্ষ জানায়, বোর্ডের পক্ষ থেকে কখনোই এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বরং ভবিষ্যতে যাতে এ ধরনের অযাচিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু ও সাখাওয়াত হোসেন।
চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ৬ জন দর্শককে আটক করেছিল। পরে মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়, আর বাকি তিনজন আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।
সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও, তার জনপ্রিয়তা ও প্রভাব এখনো অটুট। মাঠে না থেকেও সমর্থকদের হৃদয়ে তার নাম উচ্চারিত হচ্ছে, গ্যালারি ভরছে তার ব্যানার-পোস্টারে, যেন এক অনুপস্থিত কিংবদন্তির উপস্থিতিরই প্রমাণ।
আইকে/এসএন