যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ার পর 'প্রিন্স' উপাধি হারালেন রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু। তাকে ইতোমধ্যে উইন্ডসরের রাজকীয় প্রাসাদ 'রয়্যাল লজ' ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। 
             
        
বাকিংহাম প্যালেস থেকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই পদক্ষেপকে 'আবশ্যকীয় শাস্তি' হিসেবে বিবেচনা করা হয়েছে। অ্যান্ড্রু ৬৫ বছর বয়সী প্রিন্স দীর্ঘ ১৫ বছর ধরে এপস্টাইনের সঙ্গে বন্ধুত্বের কারণে বিতর্কের মুখে ছিলেন। বিতর্ক আরও তীব্র হয় ভির্জিনিয়া গিউফ্রের মৃত্যুর পর তার আত্মজৈবনিক স্মৃতিকথা প্রকাশিত হওয়ার পর।
গিউফ্রে দাবি করেছিলেন যে, অ্যান্ড্রু কিশোর বয়সে তাকে যৌনভাবে নির্যাতন করেছিলেন। অ্যান্ড্রু সব অভিযোগই অস্বীকার করেছেন। 
বাকিংহাম প্রাসাদের এক বিবৃতি অনুযায়ী, অ্যান্ড্রু এখন থেকে ‘প্রিন্স অ্যান্ড্রু’ হিসেবে পরিচিত হবেন না। তার নতুন নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। তিনি ‘রয়্যাল লজ’ প্রাসাদ ছাড়বেন এবং লন্ডনের প্রায় ১০০ মাইল উত্তরবর্তী স্যান্ড্রিংহাম প্রাসাদে স্থানান্তরিত হবেন। নতুন ঠিকানার খরচ ব্যক্তিগতভাবে রাজা চার্লস বহন করবেন।
অ্যান্ড্রু এছাড়াও আর্ল অব ইনভারনেস, ব্যারন কিলিলিঅ্যাহ, রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের নাইট গ্র্যান্ড ক্রস এবং ‘রয়্যাল নাইট কম্প্যানিয়ন অফ দ্য মোস্ট নোবল অর্ডার অফ দ্য গার্টার’-এর সদস্য ছিলেন। 
সূত্র: বিবিসি নিউজ।
আরপি/টিকে