ব্রিটেনের রাজা চার্লস তার ছোট ভাই অ্যান্ড্রুর সব রাজকীয় উপাধি, সম্মান ও মর্যাদা প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তাকে উইন্ডসরের রাজপ্রাসাদ রয়্যাল লজ থেকেও সরে যেতে বলেছেন। খবর বিবিসির।
৬৫ বছর বয়সী অ্যান্ড্রু, প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র ও রাজা চার্লসের ছোট ভাই। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তার আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র সমালোচনার মুখে রয়েছেন তিনি। এ মাসের শুরুতেই তাকে ‘ডিউক অব ইয়র্ক’ উপাধি ব্যবহার বন্ধ করতে বলা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বাকিংহাম প্যালেসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যান্ড্রুকে এখন থেকে শুধুই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। পাশাপাশি রয়্যাল লজ ছাড়তে তাকে আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে। তাকে শিগগিরই স্যান্ড্রিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত আবাসে চলে যেতে গবে। তবে সেই আবাসের খরচ বহন করবেন রাজা চার্লস নিজেই।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো নেয়া প্রয়োজনীয় মনে করা হয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন। আর রাজা ও রানি ভুক্তভোগীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।’
রাজপ্রাসাদের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সিদ্ধান্তটি রাজা চার্লসের হলেও পরিবারের অন্যান্য সদস্য- বিশেষ করে প্রিন্স উইলিয়ামের এতে পূর্ণ সমর্থন ছিল।
কেএন/এসএন