‘বাহুবলী: দ্য কনক্লুশন’ একসম ভারতের সিনেমা ইতিহাসে ছিল সর্বাধিক আয়ের সিনেমা। প্রায় আট বছর ধরে এই রেকর্ড অটুট থাকলেও, গত বছর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ তা ভেঙে দেয়। কিন্তু এখন পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে, কারণ এই সপ্তাহে মহা আয়োজনে পুনরায় মুক্তি পাচ্ছে ‘বাহুবলী’। 
‘পুষ্পা ২’ বক্স অফিসে শেষ পর্যন্ত আয় করেছে ১ হাজার ৩৭৪ কোটি রুপি, যা ‘বাহুবলী ২’-এর চেয়ে মাত্র ৩০ কোটি বেশি। অর্থাৎ ব্যবধানটি খুব বেশি নয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি পুনর্মুক্ত ছবি এই আয়কেও ছাড়িয়ে গেছে। তবে এবার পরিস্থিতি আলাদা হতে পারে, কারণ এটি ‘বাহুবলী’। ইতিমধ্যেই ভারতের প্রেক্ষাগৃহে সপ্তাহান্তের আগেই শুধুমাত্র তেলেগু সংস্করণের জন্য প্রি-সেলস টিকিট বিক্রি হয়েছে ৬ কোটি রুপির বেশি। আজ থেকে অন্যান্য ভাষার সংস্করণও যুক্ত হবে, ফলে আয় আরও বৃদ্ধি পাবে।

             
        
করোনা মহামারির পর তেলেগু সিনেমার বেশ কিছু পুরনো ছবি পুনর্মুক্তি পেয়েছে, তবে সেগুলোর বেশিরভাগই একদিনের প্রদর্শনী ছিল। ‘বাহুবলী’-র ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
 বিশেষত হিন্দি সংস্করণ ভালো ব্যবসা করলে পুনর্মুক্তি বিশাল অঙ্কের আয় করতে পারে। তবে একটি জটিলতা রয়েছে। এবার যে সংস্করণ মুক্তি পাচ্ছে, তা কেবল ‘বাহুবলী ২’ নয়, বরং দুই পর্ব একত্রিত করে নতুনভাবে সম্পাদিত একটি বিশেষ সংস্করণ। তাই বক্স অফিসের আয় কোন অংশে গণনা হবে তা এখনও নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, মোট আয়ের অর্ধেক প্রথম পর্বে ও অর্ধেক দ্বিতীয় পর্বে যুক্ত হবে।
এরপরও ‘বাহুবলী’-র জন্য আরেকটি বড় লক্ষ্য আছে—ভারতের সর্বকালের সর্বাধিক আয়কারী সিনেমা ‘দঙ্গল’-এর রেকর্ড ভাঙা। তবে এটি সহজ নয়, কারণ ‘দঙ্গল’ এখনো প্রায় ১৭০ কোটি রুপি এগিয়ে। এই ব্যবধান পেরোতে হলে ‘বাহুবলী’-কে আন্তর্জাতিক বাজারে—যুক্তরাষ্ট্র ও জাপানসহ—বড় ধরনের সাফল্য পেতে হবে।
টিএম/এসএন