কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মিছিল করে তারা।
এ ঘটনার ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ব্যানার হাতে প্রায় অর্ধশত নেতাকর্মী মহাসড়কে হেঁটে স্লোগান দিচ্ছে। ব্যানারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি ব্যবহৃত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নেতা মোদের শেখ মুজিব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার দেশের বাইরে অবস্থান করছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ইউটি/টিএ