আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আবারও ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
             
        
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। কেউ যদি তাকে প্ররোচিত করে নির্বাচনকে বাধাগ্রস্থ করা চেষ্টা করে তবে বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে তার জবাব দেবে বলেও জানান রিপন।
এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ অভিযোগ করেন, ঐক্যমত কমিশন ফ্যাসিবাদী আচারণের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো গণভোটকে রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিতে চায়। বিএনপি গণভোটের বিপক্ষে নয় জানিয়ে, অন্তর্বর্তী সরকারের প্রতি জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে আয়োজনের আহবান জানান তিনি।
কেএন/এসএন