যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া এশিয়ার বড় বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে ধারাবাহিকভাবে রেকর্ড চুক্তি করছে। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সরকার, স্যামসাং, এলজি ও হুন্ডাইয়ের কাছে ২ লাখ ৬০ হাজারের বেশি অত্যাধুনিক এআই চিপ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
এ চুক্তির মাধ্যমে দেশটির বিভিন্ন কারখানায় সেমিকন্ডাক্টর, রোবট, স্বয়ংচালিত যানসহ নানা পণ্য তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের গতি আরও বাড়বে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, এই চিপগুলোর মাধ্যমে দক্ষিণ কোরিয়া 'বুদ্ধিমত্তাকেও নতুন রপ্তানি পণ্য হিসেবে' গড়ে তুলতে পারবে।
হুয়াং চুক্তির আর্থিক মূল্য প্রকাশ না করলেও এটিকে এনভিডিয়ার বৈশ্বিক এআই অবকাঠামো সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন।
সূত্র: বিবিসি নিউজ।
কেএন/টিএ