সোনার জুতায় চুমু আঁকছেন উত্ফুল্ল কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে লা লিগার সেরা গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন শু-ও জিতেছিলেন এই ফরাসি তারকা। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল জমকালো এক অনুষ্ঠানে ইউরোপিয়ান লিগের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু হাতে পেলেন রিয়াল মাদ্রিদ তারকা। অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, কোচ জাবি আলোনসোসহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে। বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদে আরো বহু বছর খেলতে চান এবং আরো অনেক ট্রফিও জিততে চান। এমবাপ্পে বলেছেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের ব্যাপার। প্রথমবার এই পুরস্কার জিতলাম, আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক কিছু।’ ২০২৪-২৫ মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে ৩১ গোল করে এমবাপ্পে ৬২ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট) এবং তৃতীয় হয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ (৫৮ পয়েন্ট)।
রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে এই পুরস্কার জিতলেন তৃতীয় খেলোয়াড় হিসেবে। এর আগে ২০১৪-১৫ মৌসুমে এটি জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, যিনি ক্যারিয়ারে মোট চারবার এই পুরস্কার পেয়েছেন। সর্বাধিক ৬ বার এই স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।
এসএস/টিএ