পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটিতে গত বুধবার (২৯ অক্টোবর) প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সরকার ভোটের আগে ভিন্নমত পোষণকারী ও বিরোধীদের ওপর কঠোর দমনপীড়ন চালায়। প্রধান দুই বিরোধী দলকেই নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়।
ফলে নির্বাচনের পরই বৃহত্তম নগরী দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দেয়। বিক্ষোভ দমনে দমনপীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩১ অক্টোবর) দেশটির প্রধান বিরোধী দল চাদেমা পার্টি বিক্ষোভে শত শত মৃত্যুর দাবি করে।
দলটির মুখপাত্র জন কিটোকা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা যখন কথা বলছি, (দার-এস-সালাম)-এ মৃতের সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজায় ২০০ জন ছাড়িয়ে গেছে। যদি অন্যান্য জায়গার নিহতের সংখ্যা যোগ করি, তাহলে এটি প্রায় ৭০০ জন হবে। ‘
তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হয়। এরপর থেকে দেশটির সরকার পরিচালনা করছে চামা চা মাপিনদুজি (সিসিএম) নামের একটি দল। যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। এই দলের নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: আল জাজিরা।
কেএন/টিএ