ইতালিতে তুষারধসে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ডোলমিতে নামে ওই পাহাড়ে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালির পাহাড় উদ্ধার সার্ভিস।
নিহতদের সবাই জার্মান নাগরিক। পাহাড়টি সুইস সীমান্তবর্তী ইতালির উত্তরপূর্বাঞ্চলের তায়রল অঞ্চলে অবস্থিত।
বার্তাসংস্থা এএফপি রোববার (২ অক্টোবর) জানিয়েছে নিহতরা দুটি আলাদা দলে ছিলেন। এরমধ্যে এক দলের তিনজনের সবাই মারা গেছেন। অপর একটি দলের দুজন মারা গেছেন।
ইতালির আলপাইন রেসকিউ সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, “প্রথম গ্রুপে ছিল তিনজন। তারা সবাই তুষারের নিচে চাপা পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়। দ্বিতীয় দলে ছিলেন চারজন। এরমধ্যে দুজন তুষারের নিচে চাপা পড়েন। বাকি দুজন তুষারধসের পথ থেকে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচে যান।
ওই চারজনের মধ্যে দুজনের মরদেহ রোববার সকালে উদ্ধার করা হয়। তারা সম্পর্কে বাবা ও মেয়ে বলে জানা গেছে। মেয়েটির বয়স ছিল মাত্র ১৭ বছর।
খারাপ আবহাওয়ার কারণে তুষার ধসের সঙ্গে সঙ্গে কোনো উদ্ধার অভিযান চালানো যায়নি।
সূত্র: এএফপি
এমআর/এসএন