নিজ দেশেই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে উসকালেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

এক মাসও হয়নি, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিতর্কিত গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এরই মধ্যে নিজ দেশ ভেনেজয়েলায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে উসকালেন ট্রাম্প ও নেতানিয়াহুর ভক্ত বলে খ্যাত এ নেত্রী।

রোববার (২ নভেম্বর) আরটি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের ফলে, দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের হামলাকে স্বাগত জানাবেন তিনি।

ওয়াশিংটন ইতোমধ্যে মাদুরোর বিরুদ্ধে মাদক ‘পাচারকারীদের’ সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে। এ কারণে বছরের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে একটি নৌবাহিনী মোতায়েন করেন এবং সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলে মাদক চোরাচালানের অভিযোগে তাদের জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

তবে, বিশ্লেষকরা বলছেন যে মার্কিন এ অভিযানটি মাদকবিরোধী অভিযানের বাইরেও প্রসারিত হতে পারে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের ‘দ্য মিশাল হুসেন শো’-তে মাচাদোকে সম্প্রতি প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে তিনি সমর্থন করেন কি না। জবাবে ভেনেজুয়েলার এ নোবেলজয়ী নারী বলেন, আমি বিশ্বাস করি, যে উত্তেজনা চলছে তা মাদুরোকে বুঝতে বাধ্য করার একমাত্র উপায় যে এখন চলে যাওয়ার সময় এসেছে।

মাচাদো দাবি করেন, গত বছরের নির্বাচনে মাদুরো ‘অবৈধভাবে’ ক্ষমতা দখল করেছিলেন। তিনি এও বলেন, প্রচলিত পদ্ধতিতে শাসনব্যবস্থার পরিবর্তন হবে না। কারণ, মাদুরো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন বরং তিনি একটি মাদক সন্ত্রাসবাদী কাঠামোর প্রধান।

অন্যদিকে, মাচাদোর বিরুদ্ধে সরকারবিরোধী গোষ্ঠীগুলোতে মার্কিন তহবিল সরবরাহের অভিযোগ এনেছেন মাদুরো। একইসঙ্গ তিনি মাচাদোকে ভেনেজুয়েলার বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের জন্য একটি ফ্রন্ট বলে অভিহিত করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে চীন, রাশিয়া এবং ইরানের সাহায্যও চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, বিগত কয়েক দশক ধরেই মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে মাচাদোর। ২০০৫ সালে তাকে ওভাল অফিসে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর বিরোধী এই রাজনীতিবিদ ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও একজন প্রকাশ্য সমর্থক।

এছাড়া, সরকার পতনের জন্য নিজ দেশ ভেনেজুয়েলায় হামলা চালাতে এবারই প্রথম উসকানি দেননি মাচাদো। ২০১৮ সালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই চিঠিতে নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হামলা চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানান গণতন্ত্রপন্থি এ নেত্রী।

এমনকি গত ১০ অক্টোবর, যেদিন মাচাদোকে শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, ওইদিনই নিজের নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেন তিনি।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গোপনে মাস্ককে ২০০ কোটি ডলারের প্রতিরক্ষা প্রকল্প দিলেন ট্রাম্প Nov 03, 2025
img
আফগানিস্তানে ফের ভূমিকম্প Nov 03, 2025
হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণ/হত্যাকে সমর্থন করছে ভারত: এনসিপি Nov 03, 2025
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি Nov 03, 2025
বিএনপিকে নিয়ে যে মন্তব্য করলেন মাসুদ কামাল Nov 03, 2025
ড. মোহাম্মদ ইউনুস কে আদেশ জারি করতে হবে: হাসনাত। Nov 03, 2025
কেন সালমান শাহর মৃত্যুর তিন দিন পর আসেন ডন ? Nov 03, 2025
মায়ের আশীর্বাদ ছাড়া এই জায়গায় আসতে পারতাম না: কাজল Nov 03, 2025
এবার ১৯ বছরের ছোট, হীরা ব্যবসায়ীর প্রেমে মজলেন মালাইকা Nov 03, 2025
img
প্রবাসীদের ভোটাধিকার দেওয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ Nov 03, 2025
img
ট্রাম্পের সামরিক পদক্ষেপের জবাব দিলো নাইজেরিয়া Nov 03, 2025
img
যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায় : জাতিসংঘ মহাসচিব Nov 03, 2025
img
শীতের আগমন নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস Nov 03, 2025
img
আজ শোকাবহ জেলহত্যা দিবস Nov 03, 2025
img
১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ৩৯ বছর আদালতে হাজিরা! Nov 03, 2025
img
২০২৬ সালে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে Nov 03, 2025
img
নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব Nov 03, 2025
img
ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা Nov 03, 2025
img
হলান্ডের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি Nov 03, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি Nov 03, 2025