ভারতে হওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এ হতাশাজনক পারফরম্যান্সে হেড কোচের সাথে সম্পর্কছিন্ন করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার সেই ঘোষণা বাস্তবায়ন করেছে বোর্ডটি। হেড কোচ মোহাম্মদ ওয়াসিমের সাথে চুক্তি নবায়ন করেনি তারা।
             
        
পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান মেয়েদের জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে মোহাম্মদ ওয়াসিমের মেয়াদ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে, এবং তার উত্তরসূরির নাম যথাসময়ে ঘোষণা করা হবে।’
পিসিবির নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগ সকল পর্যায়ে মেয়েদের ক্রিকেটের উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে পূর্ণ কোচিং কর্তৃত্বের সাথে দায়িত্ব নেওয়া ওয়াসিম টুর্নামেন্টে পাকিস্তানকে একটিও জয় এনে দিতে পারেননি। দলটি চার ম্যাচে হেরেছে, তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
সামগ্রিকভাবে পাকিস্তানের ফলাফল হলেও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে উজ্জবিত পারফরম্যান্সের জন্য পাকিস্তানের বোলিং ইউনিট প্রশংসা কুড়িয়েছে। পাকিস্তান গ্রুপ-পর্বের সাতটি খেলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলেছে যেখানে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছে হেরেছিল সানা মীর-সাদিয়ারা।
পিএ/টিএ