বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার চারটি গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
             
        
সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী গাজীপুর-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। তিনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, মহানগর বিএনপির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এই আসনে রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতারা।
গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। চিকিৎসক হিসেবে সুনাম ও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততার কারণেই তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিএনপি সূত্র জানায়।
গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির জেলা আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী নেতা শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় কেন্দ্রীয় নেতারা তার প্রতি আস্থা রাখেন।
এদিকে গাজীপুর-৫ আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের নাম। দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গাজীপুরে মোট ছয়টি সংসদীয় আসন থাকলেও এবার চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। শিগ্গিরই এসব আসনেও চূড়ান্ত নাম প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন দলীয় মহাসচিব।
বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীদের স্বাগত জানিয়ে নির্বাচনি কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন।
পিএ/টিএ