অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আওতায় প্রতিটি কলেজকে তাদের বার্ষিক কর্মপরিকল্পনা ও কার্যক্রম প্রতিবেদনসহ একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক তথ্য আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে পাঠাতে হবে। সোমবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, গভর্নিং বডির সভা, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক, অডিট, অধিভুক্তি নবায়নের শর্তাবলী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা- এসব বিষয়ে বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমে পূরণ করে পাঠাতে হবে। আর এসব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে। 
নির্দেশনায় আরো বলা হয়েছে, এই লক্ষ্যে কলেজগুলোকে http://collegeportal.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে ফরম পূরণ করতে বলা হয়েছে। একইসাথে বিষয়টি ’অতীব জরুরি’ সিদ্ধান্ত বাস্তবায়নে কলেজগুলোর আন্তরিক সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইএ/টিকে