ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন কোচ

মাঠে খেলা চলছে, ডাগআউটে বসে খেলা দেখছেন কোচ। মাঝেমাঝে চিৎকার করে খেলোয়াড়দের নানা পরামর্শও দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন কৌশল। কিন্তু হঠাৎ মুখ থুবড়ে পড়লেন তিনি, জীবন বাঁচাতে হাসপাতালে পাঠিয়েও শেষরক্ষা হলো না।–ঠিক এটিই ঘটেছে সার্বিয়ার শীর্ষ ফুটবল লিগে। ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন কোচ এমলাদেন জিজোভিচ।

৪৪ বছর বয়সী জিজোভিচ রাডনিচকি ১৯২৩ নামের ক্লাবের কোচ ছিলেন। ম্যাচে দল পরিচালনার সময় তিনি মুখ থুবড়ে পড়ে যান। ঘটনাটি বোঝা মাত্রই মাঠে আবেগের বন্যা বয়ে যায় খেলোয়াড়দের মধ্যে, অনেকই পারেননি চোখের পানি ধরে রাখতে পারেননি, কারণ সবার কাছেই বিষয়টি কতটা গুরুতর তা স্পষ্ট হয়ে উঠেছিল।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় জিজোভিচের দল রাডনিচকি মুখোমুখি হয় ম্লাডোস্তের। ২২ মিনিটের মাথায় ম্যাচটি থামিয়ে দেওয়া হয়। গা এলিয়ে পড়ে যাওয়ার পর জিজোভিচকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



স্টেডিয়ামে উপস্থিত সবাই খবরের অপেক্ষায় থাকাকালীন খেলা পুনরায় শুরু হয়েছিল, কিন্তু ২০ মিনিটের মতো খেলা হতেই আসে সবচেয়ে ভয়ঙ্কর খবর -  জিজোভিচ আর নেই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মর্মাহত খেলোয়াড়রা মাঠে বসে পড়ছেন এবং একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। জিজোভিচকে হাসপাতালে পাঠানোর পর রেফারিরা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়।


২০১৬ সালে খেলোয়াড়ি জীবন শেষ করা জিজোভিচ রাডনিচকির কোচ হিসেবে মাত্রই তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ অক্টোবর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এবং নিজ দেশ ও প্রতিবেশী আলবেনিয়ার ক্লাবগুলোতে খেলেছিলেন।

জিজোভিচ তিন সন্তান রেখে গেছেন। রাডনিচকি ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, 'গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের পেশাদার দলের প্রধান কোচ এমলাদেন জিজোভিচ আজ রাতে লুচানিতে ম্লাডোস্ত ও রাডনিচকি ১৯২৩-এর মধ্যে ম্যাচ চলাকালীন মৃত্যুবরণ করেছেন।'

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমাদের ক্লাব শুধু একজন মহান কোচকেই নয়, বরং একজন ভালো মানুষ, বন্ধু ও ক্রীড়াবিদকেও হারিয়েছে, যিনি তার জ্ঞান, শক্তি ও মহত্ত্ব দিয়ে আমাদের সকলের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন। রাডনিচকি ১৯২৩ ফুটবল ক্লাব তার পরিবার, বন্ধু ও ফুটবলপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। শান্তিতে বিশ্রাম নিন, তরুণ।'

সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তাদের শোকবার্তায় জানায়, 'গভীর শোক ও অবিশ্বাসের সঙ্গে আমরা জেনেছি যে লুচানিতে ম্লাডোস্ত ও রাডনিচকি ১৯২৩-এর মধ্যে মজার্ট বেট সুপার লিগ ম্যাচ চলাকালীন রাডনিচকির কোচ এমলাদেন জিজোভিচ হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তার অকাল প্রয়াণ সার্বিয়ার ফুটবল সমাজের জন্য এক বিশাল ক্ষতি। সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জিজোভিচ পরিবারের প্রতি, রাডনিচকি ১৯২৩-এর সদস্যদের প্রতি এবং তার চরিত্র ও কাজের প্রতি শ্রদ্ধাশীল সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। শান্তিতে ঘুমাও, এমলাদেন। ফুটবলের প্রতি তোমার ভালোবাসা ও রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের সঙ্গে চিরকাল থাকবে।'

সার্বিয়ান জায়ান্ট পার্টিজান বেলগ্রেড, ডিসেম্বরের শুরুতে যাদের রাডনিচকির মুখোমুখি হওয়ার কথা, এক বিবৃতিতে জানায়, 'গভীর দুঃখের সঙ্গে আমরা জেনেছি যে রাডনিচকি ক্রাগুয়েভাকের কোচ এমলাদেন জিজোভিচ হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তার পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।'

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্যর্থতার পর ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর পথে পূজা হেগড়ে Nov 05, 2025
img
ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ Nov 05, 2025
img
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার Nov 05, 2025
img
প্রভাসের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করলেন রাশমিকা Nov 05, 2025
img
মামদানিকে অভিনন্দন জানালেন বারাক ওবামা Nov 05, 2025
img
এশিয়া কাপ বিতর্কে শাস্তি পেলেন ৪ ক্রিকেটার Nov 05, 2025
img
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস Nov 05, 2025
img
অশালীন গান কখনো গাইবেন না: পৌষালী ব্যানার্জি Nov 05, 2025
img
চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের Nov 05, 2025
img
বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে : জিল্লুর রহমান Nov 05, 2025
img

প্রবাসীদের ভোটার নিবন্ধন

তদন্ত প্রতিবেদন জমা দিতে কঠোর নির্দেশনা এনআইডির Nov 05, 2025
img
রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে : রুমিন ফারহানা Nov 05, 2025
img
বিশ্ব সুনামি সচেতনতা দিবস আজ Nov 05, 2025
img
ডিক চেনির মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি: জর্জ ডব্লিউ বুশ Nov 05, 2025
img
আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে : জামায়াত আমীর Nov 05, 2025
img
ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫ এর খসড়া প্রকাশ Nov 05, 2025
img
অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ না করার ঘোষণা জার্মান দূতাবাসের Nov 05, 2025
img
ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত ৫৮ Nov 05, 2025
img
সংস্কারের টিকা নিলে বিএনপির এই অবস্থা হতো না : নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 05, 2025
img
আমরা নির্বাচনে জোট করবো না : জামায়াত আমির Nov 05, 2025