রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীর একটি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ও মূল্য তালিকাবিহীন পণ্য এবং প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকার অভিযোগে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে নগরীর ভদ্রা মোড়ে অভিযান পরিচালনা করে সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে এই অর্থদণ্ড করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ বলেন, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, সস ও জুস পাওয়া যায়। এছাড়া প্যাকেটের গায়ে সংশ্লিষ্ট পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ দেওয়া নেই। মূল্য উল্লেখ নেই এমন দুধ, মাংস, মেওনিজ সস, চাল, বিস্কুটসহ বেশ কিছু পণ্য জব্দ করা হয়। যা বিক্রির জন্য দোকানটিতে রাখা হয়েছিল।

তিনি বলেন, অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পণ্যগুলো সবার সামনে ধ্বংস করা হয়।

এই প্রতিষ্ঠানকে এর আগেও একই ধরনের অপরাধের কারণে দুই বার জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ