জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পৃথিবীর কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখে তাকাতে পারবে না। শোষণের দৃষ্টিতে দেখতে পারবে না। জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই দেশে যতদিন মুক্তিকামী একজন বাংলাদেশি থাকবে ততদিন জাতীয় পতাকা উড়বে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে একশত ১৭ ফিট উচ্চতার একটি পতাকাস্ট্যান্ড উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামীতে কেউ স্বাধীনতাকে কুক্ষিগত করার দৃষ্টিতে বিন্দুমাত্র চেষ্টা করলে চব্বিশের মতো আবারো জনগণ গর্জে উঠবে। জীবন দিয়ে হলেও তাদের মোকাবেলা ও প্রতিহত করা হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১১৭ ফিট উচ্চতার পতাকাস্ট্যান্ডের উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। তিনি বলেন, এই পতাকা আমাদের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছি।
অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমআর