কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা নিতে সিইসির কাছে দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
বুধবার (০৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
ইসির কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে।
নিবন্ধনের দাবির সমাধান গুরুত্বের সঙ্গে দেখতে হবে বলেও তিনি জানান ইসিকে।
এমকে/এসএন