আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের বিষয়টি কমিশনের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি বলেন, একটি দল নিবন্ধন না পেয়ে ইসি ভবনের ফটকে আন্দোলন করছে, এমন অনেক দল নিবন্ধন পায়নি। এ বিষয়ে সিইসির কাছে অনুরোধ করেছি– সামনে নির্বাচন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন।
‘সিইসি বলেছেন, বিষয়টি আমি কমিশনের পরবর্তী বৈঠকে তুলব এবং এ বিষয়ে আলোচনা করা হবে।’
সিইসির সঙ্গে বৈঠকে আবারও আওয়ামী লীগের পাশাপাশি জাপা ও ১৪ দলের শরিকদের ভোটের বাইরে রাখার অনুরোধ করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দিলে তারা আগামী জাতীয় নির্বাচন বানচাল করে দেবে, ভোটকেন্দ্রে মারামারি ও কেন্দ্রে সংঘর্ষে লিপ্ত হবে।
আরপি/এসএন