বিতর্ক, বেহায়াপনা আর হাসির ঝড়, সব মিলিয়ে ফিরছে বলিউডের কুখ্যাত অ্যাডাল্ট কমেডি সিরিজ মাস্তি। নতুন পর্ব মস্তি ৪-এ এবার আরও বেশি কাণ্ডকারখানা, আরও জোরে হাসি, আর দ্বিগুণ দুষ্টুমি।
রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানির সঙ্গে এবার দলে যোগ দিয়েছেন তুষার কাপুর। পরিচালনায় মিলাপ মিলন জাভেরি। ট্রেলারেই দেখা গেছে পুরনো দিনের সেই ভাঁড়ামি, রিস্কে হাস্যরস আর পাগলাটে পরিস্থিতি, যা একসময় দর্শকদের মাতিয়েছিল।
ছবিতে আরও অভিনয় করেছেন এলনাজ নরৌজি, রুহি সিং ও শাদ রন্ধাওয়া। তবে যতটা উত্তেজনা তৈরি হয়েছে দর্শকমহলে, ততটাই বিতর্কও শুরু হয়েছে, সমালোচকেরা বলছেন, এই ধরণের কৌতুক এখনকার সামাজিক বাস্তবতার সঙ্গে বেমানান, নারীর অবমাননাকর উপস্থাপনও চোখে লাগে।
তবু মাস্তি–র ভক্তরা একে পুরনো দিনের নস্টালজিয়া হিসেবেই দেখছেন। মুক্তি পেতে যাচ্ছে ২০২৫ সালের ২১ নভেম্বর, ঠিক এমন এক মৌসুমে যখন বক্স অফিস ভরপুর অ্যাকশন-থ্রিলারে। ফলে মস্তি ৪ হতে পারে সেই মজার বিরতি, যা হাসির খোরাকে ফিরিয়ে আনবে বড় পর্দায়।
এসএন