নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রশংসিত সিরিজ দিল্লি ক্রাইম-এর তৃতীয় সিজন, আর ট্রেলারেই বোঝা যাচ্ছে—এটাই হতে যাচ্ছে সিরিজটির সবচেয়ে তীব্র, অন্ধকার ও আবেগঘন অধ্যায়।
দারুণ প্রশংসিত অভিনেত্রী শেফালি শাহ আবার ফিরছেন ডিপিসি ভার্তিকা চতুর্বেদী চরিত্রে, তবে এবার তার সামনে আরও ভয়ংকর এক প্রতিপক্ষ—হুমা কুরেশি। তিনি হাজির হয়েছেন ‘বড়ি দিদি’ চরিত্রে, এক রহস্যময় ও নির্মম মানব পাচার চক্রের নেত্রী হিসেবে। ট্রেলারে দেখা যায়, দুই নারীকে ঘিরে শুরু হয় এক ভয়াবহ মানসিক যুদ্ধ, যা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ে ভারতের নানা প্রান্তে।
নতুন সিজনে শুধু দিল্লির অপরাধজগত নয়, গল্পের পরিধি ছুঁয়ে যাচ্ছে আসামের গলিপথ থেকে রোহতকের অন্দর পর্যন্ত। নারীর নিরাপত্তা, ক্ষমতা, ও বিচারব্যবস্থার মতো জটিল বাস্তব প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করানো হয়েছে দর্শকদের।
পরিচালনায় তনুজ চোপড়া, প্রযোজনায় গোল্ডেন করাভান ও এসকে গ্লোবাল এন্টারটেইনমেন্ট। অভিনয়ে রয়েছেন রাসিকা দুগল, সায়নী গুপ্ত ও রাজেশ টেইলাংসহ আরও অনেকে। ২০২৫ সালের ১৩ নভেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে দিল্লি ক্রাইম সিজন ৩।
এসএন