আট বছর আগে মুক্তি পাওয়া শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় এক মায়ের জার্নিকে পর্দায় তুলে ধরা হয়েছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেই ছবি এখনো দর্শকের পছন্দের তালিকার শীর্ষে। শ্রীদেবীকন্যার হাত ধরে সেই ছবিরই নস্ট্যালজিয়া ফের আসছে পর্দায়।
গুঞ্জন, ২০১৭ সালের সেই ছবির লিগ্যাসি পর্দায় ফিরছে।
থাকছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর, সঙ্গে রয়েছেন করিশমা তান্না।
যদিও এই খবরে সিলমোহর দেয়নি খুশি, করিশমা বা ছবির টিমের তরফে কেউই। তবে এই ছবি সম্পর্কে আর শোনা যাচ্ছে যে, ‘মম’ ছবির সিক্যুয়াল হলেও এই ছবি কিন্তু প্রথম ছবির সম্প্রসারণ নয়, বরং নতুন গল্পই বলবে ‘মম ২’।
তবে জল্পনা হলেও এই ছবির কথা একসময় এক সাক্ষাৎকারে নিজে বলেছিলেন বনি কাপুর।
তিনি জানিয়েছিলেন, খুশির কাজ দেখে তিনি বেশ আশাবাদী। তাই আগামীতে তিনি ‘মম ২’ ছবি তৈরি করলে তাতে খুশিকেই নিতে পারেন। এখন এই ছবির জল্পনা সেই প্রসঙ্গই উসকে দিচ্ছে।
বলে রাখা ভালো, বলিউডে ‘আর্চিজ’ ছবির হাত ধরে অভিষেক ঘটে খুশির।
এরপর ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়া’ ছবিতে অভিনয় করেছেন খুশি। অন্যদিকে ২০২১ সালে ‘লাহোর কনফিডেনশিয়াল’ ছবিতে শেষ দেখা গিয়েছিল করিশমাকে।
আরপি/এসএন