খেলার মাঠে অনেকে ইতিহাস গড়েন, আবার কেউ কেউ খেলাটাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেন। বিরাট কোহলি সেই দ্বিতীয় ধরনের মানুষদের একজন। ভারতের এই তারকা ক্রিকেটার আজ বুধবার (৫ নভেম্বর) ৩৭ বছরে পা রাখলেন।
দিল্লির রাস্তায় ব্যাট হাতে যাত্রা থেকে ভারতীয়দের আশা হয়ে উঠা ছেলেটি আজ ক্রিকেটের সীমানা ছাড়িয়ে এক বৈশ্বিক তারকা।
কোহলির গল্প শুধু রানের, রেকর্ডের বা শতকের নয়, এটি এক বিশ্বাস, এক শৃঙ্খলা, এক অবিচল ধারাবাহিকতার গল্প। তার ‘ট্রেডমার্ক’ কভার ড্রাইভ যেমন নিখুঁত, তেমনি নিখুঁত তার আত্মনিয়ন্ত্রণ ও কর্মনিষ্ঠা।
দিল্লির গলিপথ থেকে শুরু করে বিশ্বজুড়ে ক্রিকেট মঞ্চে, কোহলির পথচলা যেন এক অধ্যবসায়ের পাঠ। প্রতিটি ইনিংসের তিনি ছাপিয়ে যান নিজেকে।
বছরের পর বছর, মাইলফলক ছোঁয়া যেন তার কাছে হয়ে গেছে অভ্যাস। একের পর এক রেকর্ড ভেঙে তিনি আজ উড়াচ্ছেন ক্রিকেট ইতিহাসের পতাকা।
বিরাট কোহলির দশটি অসাধারণ রেকর্ড—
১. সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি: ৫১টি শতক নিয়ে কোহলি এখন সর্বকালের শীর্ষে, এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।
২. দশ হাজার রানের বেশি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়: ওয়ানডেতে কোহলির ব্যাটিং গড় সবচেয়ে ভালো, যা তার ধারাবাহিকতার প্রমাণ।
৩. ভারতের পক্ষে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি: টেস্টে সাতটি ডাবল সেঞ্চুরির মালিক একমাত্র ভারতীয় ব্যাটার তিনি।
৪. এক আইপিএল আসরে সর্বাধিক রান: ২০১৬ সালে কোহলির ৯৭৩ রান এখনো পর্যন্ত কোনো এক আসরে সর্বোচ্চ।
৫. ভারতীয় হিসেবে টেস্টে সর্বোচ্চ আইসিসি রেটিং: ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ইতিহাসে সেরা স্থানে কোহলি।
৬. বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক শতক: ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে তিনি করেছিলেন চারটি শতক, পরে ২০২৫ সালের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শুভমন গিল এই রেকর্ডে ভাগ বসান।
৭. পরপর সর্বাধিক টেস্ট সিরিজ জয়ী অধিনায়ক: কোহলির নেতৃত্বে ভারত জিতেছিল টানা ৯টি টেস্ট সিরিজ, যা রিকি পন্টিংয়ের রেকর্ডের সমান।
৮. সবচেয়ে দ্রুত ১০ হাজার ওয়ানডে রান: মাত্র ২০৫ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ইতিহাসে দ্রুততম ১০ হাজার ওয়ানডে রান করা ব্যাটার তিনি।
৯. সবচেয়ে দ্রুত ২৭ হাজার আন্তর্জাতিক রান: মাত্র ৫৯৪ ইনিংসে এই কীর্তি গড়ে তিন ফরম্যাটেই নিজের আধিপত্য প্রমাণ করেছেন।
১০. ওয়ানডেতে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ সেঞ্চুরি : কোহলি ওয়ানডেতে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ২৮ টি সেঞ্চুরি করেছেন।
এছাড়া ৫৫৩টি ম্যাচে ৬২০টি ইনিংস খেলে ৯০টি অপরাজিত ছিলেন তিনি। ক্যারিয়ারে ২৭,৬৭৩ রান করতে তিনি খেলেছেন ৩৪,৯৪৯টি ডেলিভারি। যার মধ্যে ২,৭২৮টি ডেলিভারিকে তিনি চার এবং ৩০৬টিকে ছক্কায় পরিণত করেছেন।
এছাড়া ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন তিনটি এশিয়া কাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।
ইএ/এসএন