আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সেই সময় পূর্ণিমা হয়। ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়।
এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে, যা ২০২৫ সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়।
রাত যত এগোবে এবং চাঁদ আকাশের উচ্চতায় উঠবে, তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০ শতাংশ দূরত্বের মধ্যে অবস্থান করে, তখনই সুপারমুন দেখা দেয়। চাঁদের কক্ষপথ যেহেতু ডিম্বাকৃতি, তাই সময়ের সঙ্গে সঙ্গে তার দূরত্ব পরিবর্তিত হয়- কখনও কাছে আসে, আবার কখনও দূরে সরে যায়।
বাংলাদেশের আকাশে সূর্যাস্তের পরপরই পূর্ব দিগন্তে উঠবে এই উজ্জ্বল চাঁদ। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর আলো আরও উজ্জ্বল হবে। আকাশ মেঘমুক্ত থাকলে সব স্থান থেকেই দেখা যাবে এই মুগ্ধকর দৃশ্য।
লাইভ সায়েন্স জানিয়েছে, বিকেল ৬টা ১৯ মিনিটে বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো দেখা যাবে বছরের এই বৃহত্তম চাঁদ। যদিও মঙ্গলবার ও বৃহস্পতিবার রাতেও প্রায় পূর্ণ চাঁদ দেখা যেতে পারে।
উল্লেখ্য, চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করলে ‘মুন ইল্যুশন’ নামে একটি মনস্তাত্ত্বিক প্রভাবের কারণে সেটি স্বাভাবিকের তুলনায় বড় মনে হয়। গাছপালা বা ভবনের মতো পারিপার্শ্বিক বস্তুর তুলনায় চাঁদকে বড় দেখা গেলেও এর প্রকৃত আকার অপরিবর্তিত থাকে।
কেএন/টিএ