মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। তার পিতা উগান্ডার খ্যাতনামা লেখক মাহমুদ মামদানি।
মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইর্য়কের মেয়র হলেন মামদানি, যা ইতিমধ্যেই নজির গড়েছে পুরো আমেরিকায়! কেননা এর মাধ্যমেই নিউ ইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাচ্ছে। আর ছেলের এই সাফল্যেই আবেগতাড়িত মা মীরা।
ভোটের প্রচারের সময় জোহরান জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি দীর্ঘ দিন শহরে যারা ভাড়া বাড়িতে রয়েছেন, তাদের ভাড়া মওকুফের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে, মীরা-পুত্রের সেই আশ্বাসেই ভরসা রেখেছেন নিউ ইয়র্কবাসী। ভোটের ফল প্রকাশ্যে আসার পর মামদানির ওয়েবসাইট থেকে লেখা হয়েছে, “নিউ ইয়র্কে থাকার খরচ বড্ড বেশি। জোহরান এবার খরচ কমিয়ে জীবনধারণকে অনেক সহজ করে তুলবেন।”
সাধারণ মানুষকে সেই ভরসা বজায় রাখার উপদেশ দিলেন পরিচালক মা মীরা। পরিচালক বলেন, ‘‘আমি আমার ছেলের সাহস ও বাচনভঙ্গিমা দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর যেটা আমার ভাল লাগে তা হল, ও এই বিশ্বের ভিন্নতাকে বৈচিত্রময়তাকে দ্ব্যর্থহীন ভাবে গ্রহণ করেছে। ও যে আশা দেখিয়েছে, তাতে আশাবাদী আমি। এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।’’
মীরা নায়ার একজন সমাজকর্মী ও চলচ্চিত্র পরিচালক। ১৯৮৮ সালে মুক্তি পায় ‘সালাম বোম্বে’ সিনেমা। মুম্বাইয়ের পথশিশুদের নিয়ে এটি তৈরি করেন মীরা। এ সিনেমার সূত্র ধরেই মীরা নায়ার আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে ‘সালাম বোম্বে’ সিনেমা অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নমিনেশন জিতেছিল সেসময়। যা ভারতীয় সিনেমার জন্য ছিলো বিশেষ যোগ!
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন লায়ন’ ও কানে ‘ক্যামেরা ডি’ওর’ জেতা এই পরিচালক ‘মিসিসিপি মসালা’ ও ‘মনসুন ওয়েডিং’-এর মতো অনেক কাল্ট মুভি বানিয়েছেন। তবে বাঙালি দর্শক তাকে মনে রেখেছে মূলত ‘দ্য নেমসেক’ সিনেমার জন্য!
টিএম/টিএ