রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা থেকে মোটরসাইকেল বহর নিয়ে পুঠিয়া সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুঠিয়া হাইওয়ে প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে পেছনের মোটরসাইকেলগুলো ধাক্কা খায়।
এতে বহরে থাকা ৮ থেকে ১০টি মোটরসাইকেল ধাক্কা খেয়ে পড়ে যায়।
এতে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন, বিএনপি নেতা মুরশেদ, বাচ্চু, দুলাল শেখ, ছাত্রদল নেতা ইমন, দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও পৌর ছাত্রদলের সদস্য সাগর আহমেদ।
আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তাদের মধ্যে কেউ কেউ বাড়ি ফিরে গেছেন, তবে কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দুর্গাপুর উপজেলা বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল ও বিএনপি নেতা গোলাম মর্তুজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
জার্জিস হোসেন সোহেল বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যারা উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তবে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।’
এমআর