রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ‘ভারতের রোনালদো ও মেসি’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। সম্প্রতি ইন্ডো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএনএসকে) দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন লতিফ।
তিনি মনে করেন, এ দুজন এমন খেলোয়াড়, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
রোহিত-কোহলি অবসর নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে। অক্টোবরে সাত মাসের বিরতির পর অস্ট্রেলরা প্রত্যাবর্তন করেন। প্রথম দুই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ইনিংস খেলেন তারা। রোহিত অপরাজিত ১২১ রান করেন, আর কোহলি ৭৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
রোহিত-কোহলিকে নিয়ে রশিদ বলেন 'দুজন এমন খেলোয়াড়, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ক্লাস কখনও হারায় না। রোনালদো ও মেসি খেলছেন, আর এই দুইজন ভারতের রোনালদো ও মেসি।'
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে কোহলি ও রোহিতের দলে থাকার বিষয় এখনো চূড়ান্ত নয়। তবে ৫৭ বছর বয়সী লতিফ মনে করেন, অন্তত একজন সিনিয়র ব্যাটার দলে থাকা ভারতের জন্য লাভজনক, 'এখনও এক বছর বাকি, ২০২৬ সাল পর্যন্ত। দেখতে হবে তারা কতটি ওয়ানডে খেলবে। তবে সিনিয়র খেলোয়াড় অবশ্যই থাকা উচিত। ওয়ানডে তো দীর্ঘ ফরম্যাট, টি-টোয়েন্টির মতো নয়। দুজন না হলেও অন্তত একজনকে দলে রাখা দরকার।'
এমআর