বলিউডে ফের উঠেছে নস্টালজিয়ার ঢেউ। অক্ষয় কুমার ফিরিয়ে আনলেন ২০০৭ সালের জনপ্রিয় গান উঁচা লম্বা কদ—তবে এবার এক নতুন সাজে, এক নতুন সঙ্গী নিয়ে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর জন্য অক্ষয় নেচেছেন দিশা পাতানির সঙ্গে, আর সেই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, আগের মতোই অক্ষয়ের রোমান্টিক মেজাজ, দিশার সঙ্গে খেলাচ্ছলে মিষ্টি মুহূর্ত। কিন্তু শেষে আসে চমক—ক্যামেরার দিকে তাকিয়ে অক্ষয় বলেন, “উই মিস ইউ, ক্যাটরিনা!”
আর সঙ্গে দেন এক আবেগঘন ক্যাপশন, “আমাদের হৃদয় থেকে তোমাদের জন্য! ১৮ বছর কেটে গেছে, কিন্তু এখনো আমাদের অল-টাইম ফেভারিট। কখনো ভুলব না আমাদের কুইন ক্যাটরিনাকে।”
পুরনো দিনের সেই জুটি অক্ষয়–ক্যাটরিনার অনুরাগীরা এই ভিডিও দেখে আপ্লুত। মন্তব্যে ভেসে আসছে একটাই কথা—“ক্যাটরিনা ছাড়া উঁচা লম্বা কদ অসম্পূর্ণ।”
অন্যদিকে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির আগেই গানটির নতুন সংস্করণ ঘিরে উত্তাপ ছড়িয়েছে বলিউডে। পুরনো সুরের জাদু আর নতুন তারকাদের রসায়ন—দর্শকরা বলছেন, এ যেন স্মৃতির সঙ্গে আধুনিকতার এক নিখুঁত মিশেল।
এসএন