টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সবসময়ই ছিলেন শান্ত, পরিমিত এবং বিতর্কহীন এক মুখ। গ্ল্যামার জগতের আলোঝলমলে পরিবেশে থেকেও তিনি নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়াল করে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ‘প্রাইভেট’ স্বভাবের পেছনের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন কোয়েল।
তিনি অকপটে বলেছেন, “আমি ভীষণ প্রাইভেট একজন মানুষ।” এরপর তিনি এক সুন্দর উপমা টেনে বোঝান তাঁর দর্শন- “আমার পরিবারে যেমন কোনও সমস্যা হলে পাশের বাড়িতে বলতে যাই না, তেমন টলিউডের ভিতরে কোনও সমস্যা হলে তা নিয়ে আমি কারও সঙ্গে আলোচনা করতে চাই না।”
কোয়েলের এই মন্তব্যে স্পষ্ট, তিনি শুধু নিজের কাজের প্রতি নিবেদিত নন, ইন্ডাস্ট্রিকেও নিজের পরিবারের মতো দেখেন। পরিবারের সম্মান যেমন তিনি রক্ষা করেন, তেমনই টলিউডের ভেতরের বিষয়গুলো তিনি বাইরে আনতে চান না। তাঁর এই সংযমী মনোভাব, পেশাদারিত্ব ও আত্মমর্যাদাবোধই তাঁকে আজকের এই অবস্থানে এনেছে।
যে সময়ে অনেক তারকা আলোচনায় থাকতে ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে দ্বিধা করেন না, সেখানে কোয়েল মল্লিকের এই অবস্থান এক ভিন্ন উদাহরণ। তিনি দেখিয়েছেন, নীরবতাও হতে পারে শক্তির প্রতীক, আর সংযমও এনে দিতে পারে শ্রদ্ধা ও ভালোবাসা।
টিজে/এসএন