নিজের চিন্তা, কণ্ঠ আর সাহস নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক বক্তব্যে তিনি তরুণী নারীদের উদ্দেশে বলেন, “আমি সবসময় তরুণী নারীদের বলি, নিজের হয়ে কথা বলো। তুমি যদি নিজের জন্য না দাঁড়াও, কেউ দাঁড়াবে না।”
প্রিয়াঙ্কার এই বার্তাটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলছেন, তার কথায় যেন মিশে আছে এক অনুপ্রেরণার শক্তি। শুধু গ্ল্যামার জগত নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই মেয়েদের নিজেদের হয়ে কথা বলা জরুরি— এই বার্তাই যেন তিনি পৌঁছে দিতে চেয়েছেন।
নিজের জীবনের সংগ্রাম থেকে উঠে আসা প্রিয়াঙ্কা সবসময়ই নারী ক্ষমতায়নের পক্ষে সরব। বলিউড থেকে হলিউড— দুই দিকের যাত্রায় তিনি দেখেছেন নানা বাধা, কিন্তু কখনও পিছিয়ে যাননি। সেই অভিজ্ঞতা থেকেই আজ তিনি নতুন প্রজন্মকে বলছেন, নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করো, কারণ সেটিই তোমার আসল শক্তি।
প্রিয়াঙ্কার এই বক্তব্য শুধু নারীদের নয়, প্রতিটি মানুষকেই স্মরণ করিয়ে দেয়— আত্মসম্মান ও সাহসই জীবনের সবচেয়ে বড় হাতিয়ার।
এসএন