সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, ‘দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না।’ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনাদেশের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দেন হাইকোর্ট।
পরে জেড আই খান পান্না বলেন, ‘সামনে আছে জোর লড়াই। মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধবিরোধী। সেই লড়াইয়ে আমরা যেন জিততে পারি, জিতব। এতে কোনো সন্দেহ নেই।
কারণ যে বয়সে দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না।’