মানুষের জীবনের দর্শন নিয়ে নিজের ভাবনা জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জীবনকে তুলনা করেছেন পাঁচটা বলের সঙ্গে।
অভিনেতার ভাষায়, “জীবনটা হচ্ছে পাঁচটা বলের খেলা ওয়ার্ক, ফ্যামিলি, ফ্রেন্ড, হেল্থ আর স্পিরিট। ওয়ার্ক হচ্ছে রাবারের বল। যত জোরে পড়বে, তত জোরে কামব্যাক করবে। কিন্তু বাকি চারটে কাঁচের। একবার ফস্কে গেলে আর আগের অবস্থায় ফিরে পাবেনা।”
জিতের এই কথায় ফুটে উঠেছে জীবনের ভারসাম্য ও সম্পর্কের মূল্যবোধের গভীর বার্তা। কাজের চাপে যারা পরিবার, বন্ধু বা নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন, তাদের জন্য এটি যেন এক বাস্তব সতর্কতা।
ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন জিতের এই চিন্তাশীল দৃষ্টিভঙ্গি তাঁকে শুধু অভিনেতা নয়, একজন জীবনদর্শী মানুষ হিসেবেও অনন্য করে তুলেছে।
এমকে/এসএন