‘পুষ্পা’ সিরিজের বৈশ্বিক সাফল্যের পর যেন আরও ডানায় ভর করে উড়ছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এখন তিনি শুধু টলিউড নয়, সমগ্র ভারতীয় সিনেমার এক প্যান-ইন্ডিয়ান আইকন। একের পর এক বৃহৎ পরিসরের প্রজেক্ট নিয়ে আলোচনায় আছেন এই তারকা, যাঁর পরবর্তী অধ্যায়কে বলা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলোর একটি।
বর্তমানে আল্লু অর্জুন ব্যস্ত আছেন আতলির পরিচালনায় নির্মীয়মাণ উচ্চ বাজেটের অ্যাকশন ঘরানার ছবির শুটিংয়ে, যা মুক্তি পাবে ২০২৭ সালে। এর পাশাপাশি তিনি ভারতের শীর্ষ কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনায় রয়েছেন একাধিক নতুন ছবির জন্য।
সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো সঞ্জয় লীলা ভন্সালির সঙ্গে তার সম্ভাব্য সহযোগিতা। প্রায় এক বছর ধরে চলছে আলোচনা। এটি হতে পারে এক মহাকাব্যিক পিরিয়ড ড্রামা, যেখানে দুই পরিপূর্ণতাবাদী শিল্পী একত্রে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া বয়াপতি শ্রীনুর পরিচালনায় সারাইনোডু ২ নিয়ে প্রস্তুতি চলছে। ‘আখন্ডা ২’-এর পরই শুরু হতে পারে কাজটি। অনুমোদন পেলে এই ছবিতে আল্লু অর্জুনকে দেখা যাবে তার পুরনো ‘মাস অ্যাকশন’ রূপে।
প্রশান্ত নীলের সঙ্গেও আলোচনায় রয়েছেন তিনি। যদিও পরিচালক বর্তমানে কেজিএফ ৩, সালার ২ ও ড্রাগন নিয়ে ব্যস্ত, তবু এই সম্ভাব্য জুটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
সবচেয়ে বড় গুঞ্জন এস এস রাজামৌলির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা। এসএসএমবি২৯ শেষ হওয়ার পর রাজামৌলি নতুন ছবিতে হাত দেবেন, আর সেই ছবিতে আল্লু অর্জুন অন্যতম পছন্দের নাম বলে জানা গেছে। যদি এই চুক্তি চূড়ান্ত হয়, তবে এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে ঐতিহাসিক প্রজেক্ট।
এছাড়া কোরাতালা শিবা-এর সঙ্গে বন্ধ থাকা একটি প্রকল্পও আবার আলোচনায় এসেছে। ‘পুষ্পা ২’-এর পর নতুন গল্প নিয়ে এগোতে চান দুইজনই।
সব মিলিয়ে আল্লু অর্জুন এখন ভারতীয় সিনেমার কেন্দ্রবিন্দুতে একদিকে ভন্সালির ঐশ্বর্য, রাজামৌলির মহিমা, অন্যদিকে আতলির অ্যাকশন ও নীলের তীব্রতা— সব কিছুর মাঝেই যেন গড়ে উঠছে তার পরবর্তী কিংবদন্তি অধ্যায়।
এমকে/এসএন