নয়াপল্টনে চলছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালিপূর্ব এই সমাবেশ শুরু হয়।
এ সমাবেশে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সমাবেশ শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে।
এ সমাবেশ ও র্যালিকে সামনে রেখে জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টন। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি পূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন চত্বর। এতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ঘটনাবহুল ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপন করে আসছে বিএনপি। এদিন প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে চলে আসার দিন।
ইএ/এসএন