পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না মাথিশা পাথিরানার। শ্বাসনালীর সংক্রমণের জন্য আপাতত মাঠের বাইরে আছেন শ্রীলঙ্কার এই পেসার। হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না আরেক পেসার দিলশান মাদুশাঙ্কার।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক দল ঘোষণা করেছে।
পেসার মাদুশাঙ্কার জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ইশান মালিঙ্গা।
নুয়ানিদু ফার্নান্দো, মিলান রাত্নায়েকে, নিশান মাদুশকা ও দুনিথ ওয়েলালাগের জায়গা হয়নি ওয়্নডে দলে। চারজনই খেলবেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টার্স টুর্নামেন্টে। তাদের জায়গায় এসেছেন লাহিরু উদারা, কামিল মিশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও প্রমোদ মাদুশান।
টি-টোয়েন্টি দলে পাথিরানার জায়গায় এসেছেন আসিথা ফার্নান্দো।
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে বিদায় নেওয়া দল থেকে আরও চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারাত্নে ও বিনুরা ফার্নান্দো। দলে ফিরেছেন ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে, দুশান হেমান্থা ও ইশান মালিঙ্গা।
রাওয়ালপিন্ডিতে আগামী মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ নভেম্বর একই মাঠে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্টের অন্য দল জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক) পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, দুশমন্থা চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ইশান মালিঙ্গা।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক) পাথুম নিসাঙ্কা, কুসাল পেরেরা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশান হেমান্থা, দুশমান্থা চামিরা, নুয়ান থুশারা, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।
এমআর/টিকে