সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দুই নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক এবং একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, তিনি একই গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে, মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুকও মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছি। তবে চালক পালিয়ে গেছেন। লাশ দুটি হাসপাতাল থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউটি/টিএ