বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে অংশ নিচ্ছে না সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। সময় স্বল্পতার কারণে দল গোছানো সম্ভব নয় জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন এবং সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ভিডিও বার্তায় বলেন,‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিপিএলের পরবর্তী আসরে আমরা অংশ নিচ্ছি না। কিছু সমস্যার কারণে, বিশেষ করে সময় স্বল্পতার কারণে। একমাসের মধ্যে বিপিএলের জন্য দল গোছানো আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়।’
গত মাসেই বিসিবি নির্বাচনে নতুন বোর্ড গঠিত হওয়ার পর দ্রুত বিপিএলের প্রস্তুতি শুরু হয়। তবে এই স্বল্প সময়ে দল গোছানোর প্রস্তুতি নিতে না পারায় বরিশাল ফ্র্যাঞ্চাইজি আগেই জানিয়েছিল, শুরুর সময় না পেছালে তারা অংশগ্রহণ করবে না। শেষ পর্যন্ত সময় পরিবর্তন না হওয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সরে দাঁড়াতে বাধ্য হলো।
তবে মিজানুর রহমান আশা প্রকাশ করেছেন, তারা আগামী আসরে আরও শক্তিশালী রূপে বিপিএলে ফিরতে চান। এবারের বিপিএলে অংশ নেবে মোট পাঁচটি দল। বরিশালের পাশাপাশি এবার খুলনাও থাকছে না। এই আসরে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়্যালস এবং সিলেট টাইটান্স অংশ নেবে।
আইকে/ টিএ