কুমিল্লার দেবীদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়।
গত ৩১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। তিনি গুনাইঘর গ্রামের বদু মিয়ার ছেলে।এ ছাড়া ছাব্বির হত্যাচেষ্টা মামলায় আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সাইফুল ইসলাম (৩৮), জসিম উদ্দিন (৪৮) ও মো. ইমরান ইসলাম নিয়ন (২২)। সাইফুল গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক। তিনি পদ্মকোট গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
জসিম ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি চান্দপুর গ্রামের নোয়াজ আলী ব্যাপারী বাড়ির সামসুল হকের ছেলে। ইমরান ইসলাম নিয়ন জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বারুর গ্রামের হাজী জাকির হোসেন মেম্বারের ছেলে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ ৪ আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছির জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।