লা লিগায় ধারাবাহিক পারফরম্যান্সে বার্সেলোনার আক্রমণভাগে নিজেকে অপরিহার্য করে তুলেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। হ্যান্সি ফ্লিকের অধীনে গতি, ড্রিবলিং দক্ষতা, নিখুঁত ফিনিশিং ও রক্ষণে নিয়মিত অবদানের কারণে তিনি এখন কাতালান ক্লাবের অন্যতম ভরসা। তার এমন উজ্জ্বল ফর্মই আবারও সরগরম করে তুলেছে ইউরোপের ট্রান্সফার বাজার।
তবে আর্থিক চাপে থাকা বার্সেলোনার পক্ষে বড় অঙ্কের প্রস্তাব এলে রাফিনিয়াকে ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
২০২৮ সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ‘বাজারের বাইরে’ কোনো অফার এলে আলোচনার টেবিলে বসতে পারেন তারা।
এদিকে রাফিনিয়াকে দলে ভেড়াতে মরিয়া ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমের অধীনে দল পুনর্গঠনের পরিকল্পনায় অন্যতম প্রাথমিক লক্ষ্য হলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ইংলিশ মিডিয়া সূত্রে জানা গেছে, আগামী গ্রীষ্মেই রাফিনিয়ার জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত ইউনাইটেড।
তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া। ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলার বিষয়টিকে ক্যারিয়ারের অগ্রাধিকার হিসেবে দেখেন রাফিনিয়া। তাই ইউনাইটেড টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করতে না পারলে তার ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকটাই।
অন্যদিকে, রাফিনিয়াকে হারালে বার্সেলোনা হারাবে দলের অন্যতম ভয়ংকর আক্রমণাত্মক সম্পদকে।
কিন্তু একই সঙ্গে এটি এনে দিতে পারে বিশাল অঙ্কের অর্থ, লা লিগার আর্থিক নীতিমালা মানতে যা ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন সব নজর আগামী গ্রীষ্মে। ইউনাইটেড যদি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারে, তবে রাফিনিয়া ট্রান্সফার আলোচনায় গতি আসবে। আর যদি না পারে, তবে কাতালোনিয়ারই নীল-লাল জার্সিতে পরের মৌসুমেও আলো ছড়াতে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।
টিএম/টিকে