নিজের আসন্ন সিনেমা ‘আদার্স’-এর প্রচারণায় অংশ নিতে চেন্নাইয়ে গিয়ে এক সাংবাদিকের প্রশ্ন শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন তামিল অভিনেত্রী গৌরি কিশান। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই প্রচার অনুষ্ঠানে এক সাংবাদিক গৌরি কিশানের সহ-অভিনেতা আদিত্য মাধবনকে গৌরির ওজন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সে সময় সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী।
গৌরি বলেন, ‘আমার ওজনের সঙ্গে সিনেমার কী সম্পর্ক? আমার ওজন আমার নিজের পছন্দ, এটি আমার প্রতিভার সঙ্গে সম্পর্কিত নয়। আমি আমার কাজের মাধ্যমে কথা বলি এবং আমি কঠোর পরিশ্রম করছি।’
পরে অনুষ্ঠানে উপস্থিত তার সহকর্মীরা গৌরিকে শান্ত করতে চেষ্টা করলেও অভিনেত্রী কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘আমার এখানে একটি বক্তব্য আছে, আর সবাই আমাকে চুপ করাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও দেখার পর গৌরির প্রতি সমর্থন ও প্রশংসা এসেছে।
‘৯৬’ সিনেমায় তৃষা কৃষ্ণানের কৈশোরের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান গৌরি কিশান। সে সময় তার বয়স ছিল ১৮। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী মালয়ালম ও তামিল চলচ্চিত্রে কাজ করছেন।
গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আদার্স’।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএন