ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের সারহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রশিদ (৪০)। সে উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদক আইনে ১৩টি মামলা রয়েছে।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল হোসেন বলেন, গোপন সংবাদে পুলিশ জানতে পারে সারহাইল গ্রামে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দুটি দল সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে ঘটনাস্থল থেকে রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, অভিযানে পুলিশের এসআই শামীম আল মামুনও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ ইয়াবা ট্যাবলেট ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: