গোপনে ক্যাম্প ন্যুতে ফিরলেন মেসি, চমকে উঠলো বার্সা সমর্থকরা

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো। যেন শেষ হইয়াও যেন হইলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা এরই মধ্যে আরও দুটি ক্লাবে খেলেছেন। প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে থিতু হয়েছেন আমেরিকান ইন্টার মায়ামিতে। তবুও এখনো যেন মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকে বার্সা সমর্থকরা।

বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়।

কদিন আগে বার্সেলোর ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজ মোটামুটি শেষ হয়েছে। ২০২১ সালে বার্সা ছাড়ার পর আর ওই স্টেডিয়ামে আর পা পড়েনি মেসির। এরই মধ্যে ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। ম্যাচ আয়োজনের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্প্রতি গোপনে ক্যাম্প ন্যু ঘুরে গিয়েছেন ইন্টার মায়ামি তারকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যা নতুন করে উচ্ছ্বসিত করেছে কাতালান সমর্থকদেরও।

মেসি লিখেছেন, ‘গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম, সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো। শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি...।’ বার্তার সঙ্গে দিয়েছেন নতুন করে সাজানো স্টেডিয়ামের ভেতর-বাহিরের কিছু ছবি ও ভিডিও।



প্রসঙ্গত, ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছিলেন মেসি। চোখ ভেজানো সেই বিদায়ের পর যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। নেইমার ও এমবাপের সঙ্গে বেশ কিছু শিরোপা জিতলেও পরিবার নিয়ে ফ্রান্সে মানিয়ে নিতে পারেননি তিনি। অবশেষে ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরও থেমে নেই মেসির সাফল্যের ধারা। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। এ নিয়ে তাঁর ঝুলিতে এখন ৪৬টি বড় শিরোপা—ফুটবল ইতিহাসে সর্বাধিক। এ ছাড়া অষ্টম ব্যালন ডি’অর জিতে আরও একবার ইতিহাস গড়েছেন তিনি।

তবু ক্যাম্প ন্যু নিয়ে তার টান এখনো অটুট। স্টেডিয়াম সংস্কারের কাজ দেখতে গিয়ে স্মৃতিমাখা ঘাসে হেঁটে বেড়ানো মেসিকে দেখে ভেসে গেছে কাতালান সমর্থকদের মন। গুঞ্জন উঠেছে, হয়তো একদিন প্রশাসনিক বা অন্য কোনো ভূমিকায় ফিরবেন ক্লাবটিতে। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস অবশ্য আরও আশাবাদী। তিনি বলেছেন, ‘মেসি যেভাবে নিজের ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী বছরগুলোতে তাকে সেই সুযোগ করে দেব। ইন্টার মায়ামি বার্সেলোনায় কোনো না কোনোভাবে একটি ম্যাচ আয়োজন করবে।’

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন, ক্যাম্প ন্যুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মেসির জন্য থাকবে বিশেষ সম্মাননা ম্যাচ। তার ভাষায়, ‘আমরা চাই, বার্সেলোনায় মেসিকে তার প্রাপ্য শ্রদ্ধা জানানো হোক।’ তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির আর বার্সার জার্সি গায়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যা তাকে নিয়ে যাবে ৪০ বছর বয়সের ওপারে। 

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় : হাইকোর্ট Nov 11, 2025
“ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি Nov 10, 2025
আসিফের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া, বললেন মামুনুল Nov 10, 2025
img
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া Nov 10, 2025
img
‘রাষ্ট্র যেখানে ব্যর্থ, রাজপথই সেখানে ফয়সালা’ Nov 10, 2025
img
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির Nov 10, 2025
img
জারিনের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র Nov 10, 2025
img
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৩ Nov 10, 2025
img
বদলে যাচ্ছে বিপিএল নিলামের তারিখ Nov 10, 2025
img
মুশফিকের ৯৯তম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ Nov 10, 2025
img
পরিস্থিতির কারণে শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখা হয়েছিল, জানালেন অপু বিশ্বাস Nov 10, 2025
img
প্লট-ফ্ল্যাট হস্তান্তরে লাগবে না কোনো কর্তৃপক্ষের অনুমতি Nov 10, 2025
রাবি রেজিস্ট্রার অফিসে বিএনপির সভার অভিযোগ Nov 10, 2025
''জুলাইকে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাইনা'' Nov 10, 2025
পুলিশের দাবি ঢাকায় গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী Nov 10, 2025
img
এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না: হাসনাত আবদুল্লাহ Nov 10, 2025
img
‘ঈথা’তে জুটি বাঁধতে চলেছে শ্রদ্ধা কাপুর ও রণদীপ হুদা Nov 10, 2025
img
নারী ফুটবলের উন্নয়নে ফিফার নতুন উদ্যোগ ‘এমপাওয়ার হার’ Nov 10, 2025
img
‘বেবি কৌশল’কে নিয়ে বাসায় ফিরলেন ক্যাটরিনা Nov 10, 2025
img

ফুটবল নিয়ে আসিফ

‘মারপিট করব বলেছি, করিনি, তারা তো করে ফেলেছে’ Nov 10, 2025