রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘তোমরা যেখানে সাধ’ বিখ্যাত কবিতাটি সুরস্রষ্টা শাহীন সরদারের সুরে কণ্ঠ দিলেন ভারতের বিখ্যাত শিল্পী শুভমিতা ব্যানার্জি।
আজ সোমবার ( ১০ নভেম্বর) কলকাতার ‘গানবাজনা মিউজিক গ্যারেজ’ স্টুডিওতে কবিতার গানটি রেকর্ড করা হয়। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল।
গানটি প্রসঙ্গে শিল্পী শুভমিতা বলেন, এই প্রথম কবিতার গানে কণ্ঠ দিলাম।
বিখ্যাত কবি জীবনানন্দ দাশের কবিতা বলেই নিঃসন্দেহে একেবারে ভিন্ন এক অনুভূতি। কবিতাটি অসাধারণ প্রাণস্পর্শী সুর করেছেন শাহীন সরদার। আশা করি, গানটি সুধীমহলে ভালো লাগবে।
শাহীন সরদার এ গান প্রসঙ্গে বলেন, ‘আমার বহু বছরের ইচ্ছে ছিল শিল্পী শুভমিতা ব্যানার্জির কণ্ঠে একটি গান রেকর্ড করার, আজ সেই ইচ্ছে পূরণ হলো।
সত্যিই জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার গানটি যেন শিল্পী শুভমিতার কণ্ঠে অনন্য এক মাত্রা পেল। আমি আশ্চর্য হয়েছি, শুভমিতার মতো একজন বড় মাপের শিল্পী গানটি রেকর্ড করার সময় বেশ কয়েকবার অনলাইনে গানের স্ক্যানিং ও সুরের আবেগমথিত জায়গাগুলো নিয়ে আলাপ করেছেন। সত্যিই এখানেই একজন বড় মাপের প্রকৃত শিল্পীর বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আশা রাখি, কবিতার গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।’
শাহীন সরদারের সুরে ২০১০ সালে ১০ জন বিখ্যাত কবির ১১টি কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম শিল্পী ঐশিকা নদীর কণ্ঠে সুরেলা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়। সেই অ্যালবামে জীবনানন্দ দাশ, জসীম উদদীন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বিখ্যাত কবির কবিতা স্থান পায়।
সদ্য রেকর্ডকৃত শিল্পী শুভমিতা ব্যানার্জির কবিতার গানটি শীঘ্রই ভিডিও দৃশ্যায়নসহ অনলাইনে প্রকাশিত হবে।
টিএম/এসএন