অসাধারণ প্রতিভাবান এক ক্ষুদে ফুটবলার চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ নামে পরিচিত সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) স্কলারশিপ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান’।
এর আগে, খুদে ফুটবলার সোহানের নজর কাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, নেন দায়িত্ব। দলটির পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক চাঁদপুরে গিয়ে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন সোহানকে।
প্রসঙ্গত, ক্ষুদে সোহানকে দেখতে প্রতিদিনই তার বাড়িতে ছুটে আসছে উৎসুক জনতা। জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের প্রধানিয়া বাড়ির মো. সোহেল প্রধানিয়ার ছেলে মো. সোহান। দুই ভাই বোনের মধ্যে সোহান ছোট। তারা বাবা সোহেল প্রধানিয়া পেশায় একজন সাইকেল মেকানিক। মা রেহেনা বেগম গৃহিনী। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট বাড়িতে শিশু ফুটবলার সোহান পরিবারের সাথে থাকেন। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শ্রেণিতে পড়ে সোহান। বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
পিএ/টিএ