সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ২১তম আইআইএসএস-মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বাহরাইনে অনুষ্ঠিত ২১তম আইআইএসএস-মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে অংশগ্রহণ করেন। তিনি মানামা সংলাপে অংশগ্রহণের পাশাপাশি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি, উপ স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদিল বিন খালিফা আল-ফাদেল এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে দৃড় বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
বাহরাইন সরকার কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজের প্রশংসা করেন। ওই বৈঠকে বাহরাইন ও বাংলাদেশের মাঝে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নতুন করে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা উন্মোচনের বিষয় ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় হয়।
উপদেষ্টা বাহরাইনের উপ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলার প্রস্তাব করেছেন। যেখান থেকে শুধুমাত্র সে সব বাংলাদেশি নাগরিক বাহরাইন যেতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। উপদেষ্টা বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রন জানান।
বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া, বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে আলোচনাপূর্বক সমাধানের কথা উল্লেখ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সাইড লাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠকে করেন। বৈঠকে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় কাতার বাংলাদেশের পাশে থেকে সার্বিক সহযোগিতা দেবেন বলে আশা ব্যক্ত করেন।
উভয় বৈঠকে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত ছিলেন।
আরপি/টিকে