টলিউডের কিংবদন্তি পরিচালক এসএস রাজামৌলি, যিনি ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ এর মতো বিশ্ববিখ্যাত সিনেমা উপহার দিয়েছেন, বর্তমানে তার নতুন মহাকাব্যিক প্রজেক্ট ‘বারাণসী’এর শুটিংয়ে ব্যস্ত। সিনেমাটিতে মহেশ বাবু একাধিক চরিত্রে অভিনয় করছেন। যদিও ভক্তরা ছবির বৈশ্বিক মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা গুঞ্জন বলছে এটি হতে পারে রাজামৌলির শেষ সিনেমা মুক্তি।
গুঞ্জন অনুযায়ী, ‘বারাণসী’ মুক্তির পর রাজামৌলি হয়তো থিয়েট্রিকাল সিনেমা থেকে সরে গিয়ে দীর্ঘশ্রীণী ওয়েব সিরিজে মন দেবেন। বিশেষ করে বহুদিন ধরে স্বপ্ন দেখা মহাভারত ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। গেম অফ থ্রোনস-র আকারের বাজেট ও পরিধিতে এই সিরিজ তৈরি হলে, ভারতীয় ডিজিটাল কনটেন্টের মান এবং দর্শক অভিজ্ঞতা সম্পূর্ণভাবে পাল্টে যেতে পারে।
যদিও এখন পর্যন্ত রাজামৌলির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি, এই সম্ভাবনা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একদিকে দর্শক উচ্ছ্বসিত তাঁর ভিশনের ভয়াল দিক দেখে, অন্যদিকে ‘বরানাসি’ হয়তো তাঁর শেষ সিনেমা হতে পারে সেই ধারণা থেকে নস্টালজিক অনুভূতি জন্মেছে।
‘বারাণসী’-তে মহেশ বাবুর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারান, প্রকাশ রাজ এবং আর. মাধবন। এই ছবিটি জেনার-বিভাজন ছাড়িয়ে গ্লোবাল স্পেক্টাকল হিসেবে দর্শকের সামনে আসবে বলে আশা করা হচ্ছে। শেষপর্যন্ত এটি কি একটি যুগের সমাপ্তি, নাকি ভারতের ডিজিটাল গল্পকাহিনীতে নতুন অধ্যায়ের সূচনা রাজামৌলি ফের একবার ভারতীয় সিনেমা ও কনটেন্টের মান নির্ধারণ করতে যাচ্ছেন।
আরপি/টিকে